অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপির: হাসনাত

অন্তর্বর্তী সরকারের সব সীমাবদ্ধতা ও ব্যর্থতার দায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
বিজ্ঞাপন
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ সংলাপের তৃতীয় অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, সরকারের দায় নিয়েই এনসিপির যাত্রা শুরু। মানুষ আমাদের কাছে নতুনত্ব আশা করেছে। আমরা মিডিয়া ও বিদেশি শক্তির চাপের মুখে থেকেও সত্যকে সত্য বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি। এনসিপির নেতাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে চরিত্র হননের চেষ্টা হয়েছে, কিন্তু আমরা মাথা নত করিনি।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, এনসিপির কক্সবাজার সফর ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে নানা গুঞ্জন তৈরি করা হয়েছিল। তবে এসব গুজব বাস্তবতার সঙ্গে মেলে না বলে দাবি করেন তিনি।
ব্যবসায়ীদের প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত বলেন, রাজনীতি ব্যবসায়ীদের হাতে বন্দি হয়ে গেছে। রাজনীতি রাজনীতিবিদদের কাছেই থাকা উচিত।
বিজ্ঞাপন
দলটির অর্জন ও সীমাবদ্ধতার প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের ভুল আছে, সীমাবদ্ধতা আছে। তবে আমরা তা স্বীকার করি এবং সংশোধনের চেষ্টা করি। জনগণের পরামর্শ নিয়েই বাংলাদেশপন্থি রাজনীতি করতে চাই।