Logo

স্বৈরাচারী সরকার ধ্বংস করেছে দেশের অর্থনীতি: মঈন খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩৮
11Shares
স্বৈরাচারী সরকার ধ্বংস করেছে দেশের অর্থনীতি: মঈন খান
মঈন খান । ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী শাসন কায়েম করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতি অর্থহীন যদি তা মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা না রাখে। কিন্তু গত ১৫ বছরে দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কোনো অবদান রাখেনি সরকার। বরং কোটি কোটি মানুষ আজ দারিদ্র্য আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে বিদেশে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। তার দাবি, “এই টাকায় অন্তত ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত। অথচ শেখ হাসিনার সরকার পদ্মা সেতুর টাকাও লুটপাট করে ভাগ করে নিয়েছে।”

দুর্নীতি প্রসঙ্গে মঈন খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা অপবাদ দেওয়া হলেও তাঁকে কখনো দুর্নীতিবাজ বলা যায়নি। আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করতে না পারলে বাংলাদেশকে উন্নত করা সম্ভব নয়। সংস্কার যতই করা হোক, দুর্নীতিমুক্ত সমাজ ছাড়া উন্নয়ন বাস্তবায়ন হবে না।”

বিজ্ঞাপন

সভায় সংগঠনের সভাপতি এম. ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD