Logo

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে তারেক রহমানের উদ্বেগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ২০:২০
29Shares
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে তারেক রহমানের উদ্বেগ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

তিন বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা ও দোয়া রইল। আশা করি সবাই নিরাপদে আছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সাথে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংস্থার সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও মিরপুরের পোশাক কারখানা। এসব অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে জননিরাপত্তা আরও জোরদার করা যায়। 

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD