জুলাই সনদের প্রয়োজন নেই, প্রয়োজন সংসদ: মেজর (অব.) হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে কোনো জুলাই সনদের প্রয়োজন নেই, প্রয়োজন একটি শক্তিশালী সংসদ। যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে এবং গণতন্ত্র বাস্তবায়ন করবে।
বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ অভিযোগ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান জনগণের স্মৃতি থেকে মুছে দিতে চায়। তারা কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না, বরং একাত্তরের বীরত্বগাথাকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ এই দেশের জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক ত্যাগ, রক্ত ও তিতিক্ষার বিনিময়ে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত। যারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে অবস্থান নেয়, তাদের জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে। মুক্তিযুদ্ধের অর্জন রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্র কাগজে নয়, সংসদে এবং জনগণের ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা পায়। তাই এমন একটি সংসদ প্রয়োজন, যেখানে জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে, স্বৈরতন্ত্র নয়।








