জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট আয়োজনের সুযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট অন্তর্বর্তী সরকারের তৈরি এবং জনগণকে বিভ্রান্ত করতে সরকার এখন মিথ্যা প্রচারণায় লিপ্ত।
বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে একাত্তরের চেতনা ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু তা কখনো সম্ভব নয়, কারণ একাত্তর আমাদের অস্তিত্বের অংশ। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। যারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল, জাতি সেই ইতিহাস ভুলে যায়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যদি অভ্যুত্থানের তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে কোনো অপশক্তিরই মাথা চাড়া দিয়ে ওঠার সাহস থাকত না। বিএনপি সংস্কারের পক্ষে, আমাদের ৩১ দফা কর্মসূচিতে সেটি স্পষ্টভাবে উল্লেখ আছে। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) হবে কি না, সেই সিদ্ধান্ত সংসদ নেবে। কিন্তু পিআর না হলে নির্বাচনই হবে না, এই কথা বলে জনগণকে প্রতারিত করা হচ্ছে।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, সব ষড়যন্ত্র ও ভণ্ডামি রুখে দিয়ে বিএনপি গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করবে। মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে আর বোকা বানানো যাবে না।
এ সময় শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি সমালোচনা করে বলেন, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তাকে দেশে ফেরত পাঠান। কারণ, তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এখন নির্বাচনের আগে সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করতে মাঠে আরও সক্রিয় হচ্ছে।








