রাজনীতি এখন পেশীশক্তির নয়, বদলে গেছে: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন আর পেশীশক্তির নয়, সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির ধরণ ও প্রক্রিয়া বদলে গেছে।
বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) সকালে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা।
তাসনিম জারা বলেন, আগে রাজনীতিতে যে বলপ্রয়োগ বা পেশীশক্তির সংস্কৃতি ছিল, সেটা এখন আর টিকবে না। মানুষ এখন সচেতন, তারা যুক্তি ও বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছে। রাজনীতি এখন বদলে গেছে, তাই রাজনীতিকদেরও নিজেদের ভাবনার কাঠামো পরিবর্তন করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘জুলাই সনদের’ সুপারিশে গঠিত স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে কে বাস্তবায়ন করবে, তার কোনো স্পষ্ট উল্লেখ নেই। বাস্তবতা হলো, এখনো অনেক সময় দাবিগুলো রাস্তায় নামা ছাড়া বাস্তবায়িত হয় না। এটা পরিবর্তন করতে হবে। আন্দোলন ও অনশন নয়, গঠনমূলক আলোচনার মাধ্যমে পরিবর্তন আনতে হবে।
তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তাসনিম জারা বলেন, তরুণরা যেন সুস্থ ও নিরাপদ রাজনৈতিক পরিবেশে যুক্ত হতে পারে, সেটাই এখন সময়ের দাবি। এজন্য আমরা ভোটাধিকারের বয়স ১৮ থেকে ১৬ বছরে নামানোর প্রস্তাব দিয়েছিলাম। অনেক দেশেই এই প্রথা চালু আছে। আমাদেরও কাঠামোগত পরিবর্তন আনতে হবে।
বিজ্ঞাপন
নারীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, যেসব নারী অতীতে গণ-অভ্যুত্থান ও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদেরও মূলধারার রাজনীতিতে আনতে হবে। আমরা সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলাম, যেন নারীর নেতৃত্ব আরও প্রসারিত হয়।
ডা. তাসনিম জারা মনে করেন, সময় এসেছে রাজনীতিকে নতুন ধারায় প্রবাহিত করার, যেখানে মতামত, যুক্তি ও জনগণের স্বার্থই হবে রাজনৈতিক সংস্কৃতির মূল ভিত্তি।








