Logo

জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১৬:৩৭
13Shares
জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল
মোয়াজ্জেম হোসেন আলাল | ছবি: সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

আলাল বলেন, জামায়াত অতীতেও তৎকালীন সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছিল। তাদের অনেক নেতা একসময় জাসদের সঙ্গে জড়িত ছিলেন, কেউ কেউ তথাকথিত গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বেরিয়ে এসেছে, এখন তারা বলছে—তারা তো প্রকাশ্যেই ছিল।

বিজ্ঞাপন

বিএনপি নেতা আরও অভিযোগ করেন, জামায়াত এখন ‘রূপ বদলানোর’ কৌশল নিয়েছে। তারা হিন্দু সম্প্রদায়কে সামনে এনে নতুনভাবে জনসংযোগ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তার ভাষায়, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো। যার যখন দরকার, কেটে নিয়ে যায়।

দেশে বর্তমানে ‘বহুরূপীদের রাজনীতি’ চলছে দাবি করে আলাল বলেন, বিএনপির এখন করণীয় ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একাত্তরের হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধে জামায়াতের দায় রয়েছে। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না। এখন সময় এসেছে জামায়াতকে চিরতরে নিষিদ্ধ করার।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD