Logo

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ ‘খুব অন্যায়’ হয়েছে: সেলিম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১৪:২৭
13Shares
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ ‘খুব অন্যায়’ হয়েছে: সেলিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দেওয়া ‘খুব অন্যায় কাজ’ হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাষ্ট্রের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বঙ্গবন্ধুর ছবিকে বঙ্গভবন থেকে সরানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঢাকার তোপখানা রোডে শুক্রবার (৩১ অক্টোবর) বিএমএ মিলনায়তনে আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক সম্মেলনে’ অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সেলিম বলেন, মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামিয়ে দিয়েছে, এটি খুব অন্যায় কাজ করেছে। তবে আমি বলব, মুজিবের ছবি যেমন থাকবে, তেমনি ভাসানী, কর্নেল তাহের ও মণি সিংহের ছবিও থাকতে হবে। রাষ্ট্রের ইতিহাস কারও একার নয়, এটি সম্মিলিত সংগ্রামের ফল।

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারকে অবিলম্বে সব দলীয় সংযোগ ছিন্ন করে নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে হবে। তা না হলে এই সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ কথা এখন দেশের প্রতিটি মানুষ জানে।

গণ-অভ্যুত্থানের দেড় বছর পার হলেও দেশে বৈষম্য কমেনি -এ মন্তব্য করে সিপিবি নেতা বলেন, যারা বলেছিলেন, পরিবর্তনের মাধ্যমে বৈষম্য দূর হবে, তারা এখন কোথায়? ড. ইউনূস সাহেবের সরকার দেড় বছর পার করছে, অথচ এক ইঞ্চি বৈষম্যও দূর হয়নি। বরং গরিবের সম্পদ এখন আরও বেশি ধনীদের হাতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সেলিম আরও বলেন, দেশে যদি শোষণ ও বৈষম্য বহাল থাকে, তাহলে উন্নয়ন টেকসই হবে না। দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, অথচ তাদের জীবনের মান উন্নয়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি ন্যায্য সমাজ গড়ার লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD