Logo

যশোর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অনিন্দ্য ইসলাম অমিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৯:১৩
12Shares
যশোর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অনিন্দ্য ইসলাম অমিত
অনিন্দ্য ইসলাম অমিত | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন দিয়েছে দলের ত্যাগী নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) রাতের দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠকে এই প্রার্থী নির্বাচন চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৮টি আসনের প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দল দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন দিয়েছে, যাতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ সক্রিয়ভাবে নিশ্চিত করা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে অংশ নেন। প্রায় পাঁচ ঘণ্টা চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন সেই লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে এবং ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD