Logo

মনোনয়ন তালিকায় নাম না থাকার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৫, ১১:২৪
289Shares
মনোনয়ন তালিকায় নাম না থাকার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা
রুমিন ফারহানা | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে আলোচিত এই তালিকায় ছিলেন না দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করেন। তালিকায় রুমিন ফারহানার নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

রাতেই এক বেসরকারি টেলিভিশনের আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, আমার মনোনয়ন এখনো ‘অন হোল্ড’ রয়েছে। অনেক আসন এখনো ঝুলে আছে। দল যাদের জয়ের সম্ভাবনা বেশি মনে করছে, তাদের নিয়েই সিদ্ধান্ত নিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘোষিত তালিকাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এতে পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।

বিএনপির এই নেত্রী জানান, দীর্ঘদিন ধরে যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করছে, তাদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। এজন্য এখনো ৬২টি আসন ঘোষণা করা হয়নি। পাশাপাশি আরও কিছু নতুন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার কথাবার্তাও চলছে বলে তিনি উল্লেখ করেন।

মনোনয়ন না পেয়ে কিছু স্থানে কর্মীদের ক্ষোভ প্রকাশ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বড় দলে প্রার্থী হতে চান অনেকেই, এটা স্বাভাবিক। আবেগ থেকে নেতাকর্মীরা কিছু প্রতিক্রিয়া দেখাচ্ছেন, কিন্তু এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।

বিজ্ঞাপন

নারী প্রার্থীর সংখ্যা বাড়ানোর প্রসঙ্গেও তিনি মত দেন। রুমিন ফারহানা বলেন, যদি বিএনপি নারী প্রার্থীর কোটা ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারীর অন্তর্ভুক্তি সম্ভব।

দলের প্রতি আস্থা রেখে তিনি বলেন, বিএনপি এখন জয়ের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী খুঁজছে। আমি বিশ্বাস করি, দলীয় সিদ্ধান্তে সবার মঙ্গলই নিহিত আছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD