নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন জামায়াত আমির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি জানিয়েছেন, নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না এবং স্বতন্ত্রভাবেই কার্যক্রম চালাবে।
বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করে ছাড়ব। সুষ্ঠু নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোট করার সিদ্ধান্ত নিইনি এবং ভবিষ্যতেও জোটে যাচ্ছি না।
তিনি অভিযোগ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। তাদের বুকভরা ভালোবাসা, দেশপ্রেম এবং জাতি গঠনে অবদান রাখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। তবে দুঃখজনক হলেও সত্য, তাদের অমূল্য অবদান থাকা সত্ত্বেও আমরা এখনো তাদের যথাযথ সম্মান দিতে পারিনি।
বিজ্ঞাপন
দলের শীর্ষ পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সিলেট সফর। জানা গেছে, তিনি সফরকালে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বেশ কয়েকটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।








