শিক্ষক বর্জনের কড়া ঘোষণা হাসনাত আবদুল্লাহর

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) রাত নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে তিনি লেখেন, “গণহত্যার পক্ষে যে সব হাসিনার পা চাটা শিক্ষক নামে কুলাঙ্গার অবস্থান নিয়েছে, তাদের ক্লাস বর্জন করুন।”
তিনি আরও লেখেন, এ বিষয়ে ডাকসুসহ সব ছাত্র সংসদের আনুষ্ঠানিক অবস্থান ও পদক্ষেপ দেখার অপেক্ষায় আছেন।
তার এ মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক বা ডাকসুর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








