Logo

ইসলামী রাজনীতিতে খালেদা জিয়ার অবদান তুলে আবেগঘন স্ট্যাটাস দিলেন ফরহাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ০২:২৭
13Shares
ইসলামী রাজনীতিতে খালেদা জিয়ার অবদান তুলে আবেগঘন স্ট্যাটাস দিলেন ফরহাদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইসলামী রাজনীতিতে ইতিবাচক ভূমিকা নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ বার্তা প্রকাশ করেন।

ফরহাদ লিখেছেন, শহীদ জিয়ার পর স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে দেশনেত্রী হিসেবে তার আপোষহীন অবস্থান, ইসলামী শক্তির প্রতি সমর্থন এবং স্বদেশ ও ধর্মের কল্যাণে অসংখ্য সংকট মোকাবিলার কথা তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া দেশের ইসলামী আন্দোলন এবং আলেম-উলামার সঙ্গে সবসময় ইতিবাচক সম্পর্ক রেখেছেন। বিদেশি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ন্যাক্কারজনক লেবেল দিয়েও তাকে দমন করতে পারেনি। তিনি কখনো এসব ট্যাগ মানেননি এবং দেশের প্রকৃত কল্যাণকামী শক্তির পাশে ছিলেন।

বিজ্ঞাপন

ফরহাদ আরও উল্লেখ করেছেন, স্বৈরাচারের পতনের জন্য এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে লাখো মানুষ অংশ নিয়েছেন। এই সময়ে ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনগুলোও তার পাশে থেকে কাজ করেছে। তিনি বলেন, বিএনপির কিছু অংশ সেই আন্দোলনে পুরোপুরি সক্রিয় ছিল না, যা খালেদা জিয়ার বিরক্তি ও দূরদর্শী মনোভাবের প্রতিফলন।

ফরহাদ স্ট্যাটাসে শেষ করেন, খালেদা জিয়ার উপর হওয়া নিপীড়ন, জুলুম ও কারাগারে বন্দী রাখার ইতিহাস সবার কাছে পরিচিত। তবে আজ দেশে ছাত্র-জনতার আন্দোলনের কারণে স্বৈরাচারী সরকারের পতন এবং দেশের স্থিতিশীলতা ফিরে এসেছে। তিনি দেশবাসীর কাছে প্রার্থনা করেন, “আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, যেন তিনি দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারেন।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD