Logo

ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন, সালামের রিপ্লাইও দিয়েছেন: মির্জা আব্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ০২:৫০
9Shares
ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন, সালামের রিপ্লাইও দিয়েছেন: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষকে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মির্জা আব্বাস বলেন, “আমরা একটু দূরত্ব রেখে কথা বলেছি। ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন এবং সালামের রিপ্লাই দিয়েছেন। দেশের মানুষের কাছে আমার আবেদন—শুধু মসজিদ-মাদরাসা নয়, ব্যক্তিগতভাবেও যেন সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করেন।”

এর আগে, ২৩ নভেম্বর রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছে। সিসিইউতে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এছাড়াও লন্ডনের ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, তার আশু সুস্থতা কামনায় বিএনপি শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD