আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো: হাসনাত

রাজধানীর বিজয়নগর কালভার্ট রোডে নির্বাচনি প্রচারের সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’
ওসমান হাদি আগে থেকেই জানিয়ে আসছিলেন, তাকে হত্যা, বাড়িতে আগুন, এবং পরিবারের প্রতি হুমকির মাধ্যমে ভয় দেখানো হচ্ছে।








