হাদির শেষ কথা, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করবো’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাদির সহযোগী ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় করতে দেখা যায়।
তার সঙ্গে থাকা সহযোগীরা বলেছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পরই তারা দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই ও আমরা প্রতি শুক্রবার ঢাকা-৮ আসনের বিভিন্ন মসজিদ এলাকায় প্রচারণা চালাই। আজও বিজয়নগরের কয়েকটি মসজিদের তালিকা করা ছিল। হাদি ভাই তালিকাটি দিয়ে বলেন—তোমরা প্রচারণা চালাও, শেষে একসঙ্গে লাঞ্চ করবো; আমি আরেকটি মসজিদে যাচ্ছি সেখানে তোমাদের আসার প্রয়োজন নেই। তোমরা আইসো না। সকাল সাড়ে ১১টায় এটাই ছিল আমাদের শেষ কথা।
হাদির একটি গুলি লেগেছে জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য মুনতাসির মাসুম বলেন, হাদী ভাইয়ের বাম চোয়ালে গুলি লেগেছে।
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের আর এক সদস্য ইসরাফিল বলেন, হাদি ভাই রিকশায় ছিলেন। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। বিস্তারিত কিছু বলতে পারবো না। হাদি ভাই চিকিৎসাধীন, আমরা শুনেছি তার অপারেশন চলছে। সবার কাছে দোয়া চাই।








