Logo

হাদিকে দেখতে ঢামেকে যাচ্ছেন মির্জা আব্বাস ও রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪১
6Shares
হাদিকে দেখতে ঢামেকে যাচ্ছেন মির্জা আব্বাস ও রিজভী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর ২টা ৩০মিনিটের পরপরই তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। অবস্থাও আশঙ্কাজনক।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নই। আমাদের টিম পাঠানো হয়েছে। তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

গুলির ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের মতাদর্শ যা-ই হোক, ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেওয়াকে সবাইকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।

তিনি আরও জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মহাসচিব গুলিবিদ্ধ হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্টদের এই ধরনের ঘটনার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD