ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।
বিজ্ঞাপন
গতকাল ঘোষিত তফসিলের আগে অন্তর্বর্তী সরকারের ছাত্রবিষয়ক দুই উপদেষ্টা ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এরপর থেকে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল। কেউ বলছিলেন এনসিপিতে গুরুত্বপূর্ণ পদে যোগ দিচ্ছেন, কেউ বলছিলেন বিএনপি জোটের প্রার্থী হবেন। তবে সব গুঞ্জন উড়িয়ে আসিফ জানিয়ে দেন তিনি কোনো বড় রাজনৈতিক দলে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে নামবেন।
ফেসবুকে প্রকাশিত ভিডিওতে আসিফ বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গড়ার কাজ কঠিন হলেও অসম্ভব নয়। বিভাজনের রাজনীতি নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নতুন সামাজিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক বন্দোবস্ত এখন জরুরি।
বিজ্ঞাপন
তিনি বলেন, এই লড়াই কঠিন। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ তাকে অনুপ্রাণিত করে।
আসিফ জানান, তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তার নেই বড় কোনো দলের পৃষ্ঠপোষকতা, নেই প্রয়োজনীয় অর্থ বা সংগঠিত কর্মী বাহিনী ভোটারদের সহযোগিতা ও সমর্থনই তার একমাত্র শক্তি।
বিজ্ঞাপন
শেষে তিনি বলেন, আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই, আমি গণভোটেরও প্রার্থী। দেশের পরিবর্তনের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।








