তফসিল ঘোষণার পর যে প্রতিক্রিয়া জানাল জামায়াত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার জাতীর উদ্দেশে ভাষণ প্রদান করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছেন।
বিজ্ঞাপন
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের সব ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে আগামী ২১ জানুয়ারি।
এমন সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহাসন জুবায়ের বলেন, নির্বাচন নিয়ে অতীতে কিছু সংশয় থাকলেও তফসিল ঘোষণায় আমরা আশ্বস্ত হয়েছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এখন নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। এটি না হলে নির্বাচন অর্থবহ হবে না। অতীতে নির্বাচনের আগে আশ্বাস দেওয়া হলেও তা যথাযথ বাস্তবায়ন হয়নি। আশা করি এবার নির্বাচনে এই ধারা পরিবর্তিত হবে।
জামায়াতের এই মন্তব্য থেকে স্পষ্ট, দলটি তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে, তবে তারা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা দিতে ইসির কাছে বিশেষভাবে জোর দিয়েছেন।








