বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে হাসান আযহারী

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী শুক্রবার (২ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
বিজ্ঞাপন
জিয়ারতে শেষে তিনি বলেন, হিংসা ও বিদ্বেষের নাম রাজনীতি নয়; বরং দলমত নির্বিশেষে সুন্দর দেশ গঠন করার নামই প্রকৃত রাজনীতি।
তিনি সবাইকে ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা ভুলে দেশের স্বার্থে এক হওয়ার আহ্বান জানান।
হাসান আযহারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। জিয়ারতে তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ অনুসারীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম-৮ আসনের প্রার্থিতা প্রসঙ্গে তিনি জানান, জনগণের সেবা ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন।








