নিস্তব্ধ ‘ফিরোজা’: সবই আছে, নেই শুধু খালেদা জিয়া

রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ এখন নিস্তব্ধতায় ভরে গেছে। বাড়ির আসবাবপত্র, চারপাশের বাগান, প্রহরীদের ছাউনি—সবই আগের মতো আছে, কিন্তু নেই বাড়ির প্রিয় মানুষটি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দীর্ঘদিন ধরে প্রহরীদের সঙ্গে কাজ করা নিরাপত্তা সদস্যরা জানান, ম্যাডাম সবসময় তাদের খোঁজ নিতেন; আজ তার অভাবে পুরো বাড়ি যেন শূন্যতায় নিমজ্জিত।
বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবির খান বলেন, ‘ফিরোজার প্রতিটি কোণে ম্যাডামের স্মৃতি রয়েছে। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে যারা তার সঙ্গে কাজ করেছেন, তাদের আবেগ আজ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
বিজ্ঞাপন
ফিরোজার পাশের ১৯৬ নম্বর বাড়ি ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময় কুমিল্লা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের গণপূর্ত উপদেষ্টা দলিলপত্র হস্তান্তর করেন। বর্তমানে সেই বাড়িতে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মায়ের মৃত্যুর পর তারেক রহমান দিনভর ইবাদত, কোরআন তিলাওয়াত ও দোয়া করে সময় কাটাচ্ছেন। আত্মীয়-স্বজন তাকে সান্ত্বনা দিচ্ছেন। গুলশানের স্থানীয়রা বাড়ির সামনে এসে নিঃশব্দে শোক পালন করছেন।
বিজ্ঞাপন
চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়েও বইছে শোকের ছায়া। কার্যালয়ে কালো পতাকা ওড়ানো হয়েছে, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং শোক বই খুলে নেতৃবৃন্দ ও কূটনীতিকরা সেখানে স্বাক্ষর করেছেন।
বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার জনপ্রিয়তা অনন্য বলে মনে করেন বিএনপির নেতা-কর্মীরা। গত মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। বুধবার তার জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।








