Logo

বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী, ২০২৬, ১৩:৪০
13Shares
বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান
তারেক রহমান । ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়ে গেছে। গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

দলীয় নেতারা জানান, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় বলা আছে, কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন। এই ধারায় তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বে আসছেন।

বিজ্ঞাপন

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের কার্যক্রম দেখভাল করছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানাচ্ছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে দলীয় শূন্যতা পূরণের ঘোষণা আসছে। সম্ভবত এক থেকে দুই দিনের মধ্যে স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু নেতাকর্মী নয়, পুরো দেশই শোকাহত। তারেক রহমানও শোকের মধ্যে আছেন। এই পরিস্থিতিতে এখন দলের পদ-পদবি নিয়ে চিন্তা করার সময় নয়।

বিজ্ঞাপন

তথ্যসূত্রে জানা যায়, তারেক রহমান ১৯৮৮ সালে বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে সাংগঠনিক দায়িত্ব নেন এবং ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব লাভ করেন।

২০০৭ সালের এক-এগারোতে রাজনৈতিক পরিবর্তনের পর গ্রেপ্তার হন এবং ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে থাকাকালে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা শুরু করেন। দীর্ঘ প্রবাস জীবন কাটানোর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD