Logo

হলফনামায় এ্যানির আয়-সম্পদের হিসাব প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী, ২০২৬, ১৭:০৮
8Shares
হলফনামায় এ্যানির আয়-সম্পদের হিসাব প্রকাশ
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নির্বাচনী হলফনামায় নিজের আয়-সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

হলফনামা অনুযায়ী, পেশায় ব্যবসায়ী এ্যানির মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা। সর্বশেষ বছরে তার আয় হয়েছে ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা।

এ্যানির সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরীও ব্যবসার সঙ্গে যুক্ত। তার ঘোষিত সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা এবং বার্ষিক আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা।

বিজ্ঞাপন

সাবেক দুবারের সংসদ সদস্য এ্যানি লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার বাসিন্দা এবং মরহুম বশির উল্লাহ চৌধুরীর সন্তান।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, এ্যানি চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি প্রা. লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক।

অন্যদিকে তার স্ত্রী সাবরান এসএস কোম্পানির মালিক এবং ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত।

বিজ্ঞাপন

মামলা সংক্রান্ত তথ্যে দেখা যায়, এ্যানির নামে মোট ৬০টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন, বাকিগুলো বিচারাধীন। কিছু গায়েবি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নাম থাকতে পারে বলেও হলফনামায় উল্লেখ আছে।

অস্থাবর সম্পদের হিসাবে এ্যানির কাছে নগদ রয়েছে ৯৬ হাজার ৭৮১ টাকা এবং তার স্ত্রীর কাছে ১ লাখ ৩২ হাজার ২০৯ টাকা। ব্যাংক আমানত, শেয়ার বিনিয়োগ, ব্যবসায়িক মূলধন ছাড়াও প্রায় ৬১ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির মালিক তিনি।

হলফনামায় আরও বলা হয়, বিবাহসূত্রে এ্যানির কাছে রয়েছে প্রায় ১২০ তোলা স্বর্ণ, আর তার স্ত্রীর কাছে ৩০ তোলা স্বর্ণ। আসবাব ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ধরা হয়েছে প্রায় ৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

স্থাবর সম্পদের মধ্যে লক্ষ্মীপুরে পৈতৃক ও নিজ নামে জমি, ঢাকার বনানী ও তেজগাঁও এলাকায় জমি, একটি নির্মাণাধীন আবাসিক ভবনের অংশীদারিত্ব এবং তেজগাঁও শিল্প এলাকায় একটি গোডাউন রয়েছে।

দায়-দেনা হিসেবে এ্যানি ও তার স্ত্রীর নামে ব্যাংক ঋণ, ব্যক্তিগত ঋণ ও গাড়ি ঋণের তথ্যও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

হলফনামা অনুযায়ী, ব্যবসা ও স্থাবর সম্পত্তিই এ্যানির আয়ের প্রধান উৎস। সর্বশেষ বছরে তিনি ৯ লাখ ৮৬ হাজার ৫৮ টাকা এবং তার স্ত্রী ৩ লাখ ২০ হাজার ৩৪২ টাকা আয়কর পরিশোধ করেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD