জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, মানুষের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের ভবিষ্যৎ দেখা যাচ্ছে না।
বিজ্ঞাপন
শুক্রবার (২ জানুয়ারি) মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশের বাইরে গিয়ে বিভ্রান্তিকর মিথ্যাচার করছেন। তারা পুলিশ হত্যা, আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে দেখানোর মতো বিষয় নিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
আরও পড়ুন: ইংরেজি নববর্ষে শব্দদূষণের ৩৮১ অভিযোগ
প্রেস সচিব আরও বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে অতীতের ভুল স্বীকার করা ছাড়া বিকল্প নেই।
বিজ্ঞাপন
একই সময়ে তিনি হাদী হত্যাকাণ্ড বিষয়ে জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ভিডিও পরীক্ষা করছে; বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী চিন্ময়ানান্দ চঞ্চল, তরুণ ভৌমিকসহ অন্যান্যরা।








