Logo

কড়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে বার্তা সারজিসের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২
50Shares
কড়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে বার্তা সারজিসের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই পা চাটা দালালরা জনতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের মা হাসিনা—হাজারো খুনের নির্দেশদাতা। গত ১৭ বছরে দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ—এমন কোনো ঘৃণিত অপরাধ নেই যা তারা করেনি।”

তিনি আরও লিখেছেন, “এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে ও পা চাটতে চাটতে তারা বিবেক হারিয়েছে। তারা তাদের পরিবার-আত্মীয়স্বজনের জন্য অভিশাপ।”

কড়া সতর্কবার্তায় সারজিস বলেন, “এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা অর্থ বা সুবিধার বিনিময়ে এদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা দিচ্ছেন, সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরকেই ছোবল মারবে।”

বিজ্ঞাপন

এর আগে, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেন।

ঘটনার প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি। ভাঙা ডিমে কিছু যায় আসে না। এ ঘটনা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।”

এদিকে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD