আমির হামজা আসলেই বেয়াদবিতে সেরা : তাহেরি

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সম্প্রতি মুফতি আমির হামজাকে বেয়াদবিতে সেরা হিসেবে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, “গতকাল দেখলাম আমিরে জামায়াত বক্তব্যে সতর্ক করলেন। এক দিন পরই মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা।”
এর আগে তাহেরি আরও লিখেছিলেন, “আল্লাহ্ হাবীব (দ:) নাকি সাংবাদিক ছিলেন! নাউজুবিল্লাহ। মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে?”
তাহেরির এই মন্তব্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ও আলোচনার ঝড় বইতে শুরু করে। অনেকেই তার মন্তব্যের সমালোচনা করেছেন, কেউ কেউ এটিকে ধর্মীয় বক্তাদের মধ্যে দ্বন্দ্বের নতুন রূপ হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
এদিকে, মুফতি আমির হামজা গতকাল বুধবার কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, “আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি হলেন মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। আল্লাহ যাকে দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছিলেন, তাঁকে সংবাদবাহক বলা যায়। এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক হিসেবেও অভিহিত হতে পারেন।”
এই মন্তব্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষজ্ঞরা বলছেন, “এ ধরনের অসংযত মন্তব্য ধর্মীয় সমাজে বিভাজন ও অস্থিরতা বাড়াতে পারে।”