ফেসবুকে ১ হাজার ফলোয়ারেই বদলে যাবে আপনার ভাগ্য

সোনিয়া আক্তার: বসে আছেন, কোনো কাজ নেই। তাতে কি! ফেসবুকে মাত্র এক হাজার ফলোয়ারেই বদলে যাবে আপনার ভাগ্য! এতে আপনি বসে থেকেই আয় করতে পারেন লক্ষাধিক টাকা।
বিজ্ঞাপন
ভাগ্য বদলাতে কে না চায়। শুধু দরকার পরামর্শ এবং প্রয়োজনীয় পদক্ষেপ। আপনি কোনো কাজ করেন না, এতে সমস্যা নেই। খুব সহজেই আপনিই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন।
ফেসবুক ব্যবহার করে না, এমন মানুষ খোঁজে পাওয়া খুবই কঠিন। ছোট থেকে বড়, বৃদ্ধ এবং উভয় বয়সের বা শ্রেণির লোকেরা ফেসবুক ব্যবহার করে থাকে। তবে অনেকে জানেই না যে ফেসবুক থেকে আয় করা যায়। আবার অনেকে জানেন, কিন্তু কীভাবে আয় করবে তা জানেন না।
তাহলে এবার জেনে নিন ফেসবুক থেকে আয় করার উপায়
বিজ্ঞাপন
প্রথমে ফেসবুকের প্রোফেশনাল মোড অন করুন।
নিয়মিত রিলস, ভিডিও, ছবি ও স্টোরি আপলোড করুন। এতে আপনার ফেসবুকের ফলোয়ার ও ভিও বাড়বে।
সঙ্গে ফেসবুকের কিছু শর্ত মেনে চললেই পেয়ে যাবেন মনিটাইজেশন। আর আপনার হতে সোনার হরিণ।
বিজ্ঞাপন
ফেসবুক মনিটাইজেশন পাওয়ার শর্তসমূহ:
১. ফেসবুকে মাত্র ১ হাজার ফলোয়ার বাড়ান।
২. ৬০ দিনে অন্তত ৬ লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে।
বিজ্ঞাপন
৩. কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও থাকতে হবে। তবে প্রতিটি ভিডিও কমপক্ষে ৩ মিনিট দীর্ঘ হতে হবে।
৪. কোনো ধরনের নকল বা নীতিমালার বাইরের বিষয়বস্তু ব্যবহার করা যাবে না।
৫. এছাড়া পেজে নিয়মিত কনটেন্ট আপলোড করতে হবে এবং কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে।
বিজ্ঞাপন
৬. ভিডিওতে অন্যের গান বা দৃশ্য ব্যবহার করা যাবে না।
৭. রিলস বা শর্ট ভিডিও কমপক্ষে ১৫ সেকেন্ড হতে হবে।
যেসব বিষয় অবশ্যই মনে রাখতে হবে
বিজ্ঞাপন
১. ফেসবুক মনিটাইজেশন পাওয়ার নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়া।
২. ফেসবুক আপনার আবেদন পর্যালোচনা করে কয়েক দিন সময় নিতে পারে।
৩. তবে ধর্য্য হারানো যাবে না।
বিজ্ঞাপন
৪. পরিশ্রম করলে সফলতা আসবেই।