Logo

‘এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেয়া ছাড়া উপায় থাকে না’

profile picture
জনবাণী ডেস্ক
৫ নভেম্বর, ২০২৫, ১৪:৩৬
24Shares
‘এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেয়া ছাড়া উপায় থাকে না’
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, তিনি তাঁর ক্যাম্পাসকে ভবঘুরে, পাগল ও মাদকাসক্তদের থেকে মুক্ত দেখতে চান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান,সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় দুই নারী শিক্ষার্থী হয়রানির শিকার হওয়ার পর তিনি এমন নিরাপদ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।

সর্ব মিত্র চাকমা লিখেছেন, যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতিরাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায়-ই না, উনার সাথে আরেকজন আরো বৃদ্ধ, উনিও মাদকাসক্ত , এই লোকের কাছে এর আগে একবার গাঁজা পাওয়া গেছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্যাম্পাস থেকে এসব মানুষ সরানো অত্যন্ত কঠিন। তুললেও তারা দ্রুত ফিরে আসে। শুধুমাত্র লাঠি বা ভয় দেখিয়ে তাদের সরানো সম্ভব। আমি নিজের স্বার্থে নয়, আমার লক্ষ্য ক্যাম্পাসকে নিরাপদ করা।

সর্বমিত্র আরও উল্লেখ করেন, কিন্তু, এরকম প্রতিনিয়ত বিতর্ক আমার ব্যক্তিগত জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। এভাবে প্রক্টরিয়াল টিমের সাথে রাতে পাহারা দিয়ে উচ্ছেদ করাটা ডাকসুর কার্যনির্বাহী সদস্যের কাজ না , আবার আমার এখতিয়ারের মধ্যে পড়ছে না এমনটাও না।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিছুদিন আগে তিনজন মাদকাসেবীকে তুলে আনার সময়ও আমাকে সমালোচিত করা হয়েছিল। যারা মাঠে কাজ করেন, তারা জানেন এটি কত কঠিন। একজন সদস্য হিসেবে আমি নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ চালিয়ে যাব, তবে মাঠে নিয়মিত থাকছি না।

সর্বমিত্রের লক্ষ্য স্পষ্ট, আমার ক্যাম্পাস হবে ভবঘুরে, পাগল ও গাঁজাখোরমুক্ত। শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করবে এবং কেউ হয়রানির শিকার হবে না।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD