পোড়া বাড়িই বাংলার তীর্থস্থান হবে, আবারও ধানমণ্ডিতে যাব

ধানমণ্ডি ৩২ নম্বর থেকে আটক হয়ে মুচলেকায় মুক্তি পাওয়া কিশোর নিজন আমিন খান আবারও সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি বলেন, ঐতিহাসিক পোড়া বাড়ি ভবিষ্যতে বাংলার এক তীর্থস্থান হিসেবে স্বীকৃতি পাবে—এটাই তার বিশ্বাস।
মুচলেকার শর্তের বিষয়ে নিজন জানান, তাকে সতর্ক করা হয়েছে—ধানমণ্ডি এলাকায় আবার দেখা গেলে পুনরায় তাকে আটক করা হবে। তা সত্ত্বেও তার বক্তব্য, “আমি অবশ্যই আবার ধানমণ্ডিতে যাব।”
এর আগের দিন, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমণ্ডি ৩২ থেকে তাকে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় পুলিশ। তখন তার পরনে ছিল প্যান্ট–কোট–টাই এবং হাতে একটি ব্যাগ। পুলিশ জানায়, ব্যাগের ভেতর তিনি সংগ্রহ করে রেখেছিলেন বঙ্গবন্ধুর বাড়ির ক্ষতিগ্রস্ত অংশের কিছু ইট।
বিজ্ঞাপন
১৪ বছর বয়সী এই কিশোরের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষেই তাকে মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।








