Logo

এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব আল হাসান

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৭
142Shares
এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব আল হাসান

সংযুক্ত আরব আমিরাতে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশের সাকিব আল হাসান জায়গা করে নিয়েছেন এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে। এই তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকইনফোর নির্বাচিত একাদশে সাকিবের সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। বিশেষজ্ঞদের এই দলে রয়েছে ভারতের চারজন, শ্রীলঙ্কার তিনজন, পাকিস্তানের দুইজন, এবং আফগানিস্তান ও বাংলাদেশের একজন করে ক্রিকেটার।

ইনিংস উদ্বোধন করবেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তৃতীয় নম্বরে খেলবেন ভারতের বিরাট কোহলি, চতুর্থে সুর্যকুমার যাদব, আর পঞ্চমে অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে সাকিব আল হাসান, এরপর শহীদ আফ্রিদি থাকবেন।

বাংলাদেশের জন্য সাকিবের এই অন্তর্ভুক্তি দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবময় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD