Logo

শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই নামছে বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৩
13Shares
শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে আসল চ্যালেঞ্জ আজ থেকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল।

বিজ্ঞাপন

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেসার তানজিম হাসান সাকিব জানান, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

তিনি বলেন, “স্ট্রেইট ফরওয়ার্ড ব্যাপার। আমাদের অ্যাপ্রোচ জেতার জন্যই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি আমরা। আত্মবিশ্বাস আছে। বাংলাদেশি সমর্থকরা সবসময় আমাদের সাপোর্ট করে আসছেন, এবারও করবেন।”

বিজ্ঞাপন

এশিয়া কাপের আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওয়ানডেতে হারের পাশাপাশি টেস্টে ড্র এবং টি-টোয়েন্টিতে জয় পেয়েছে টাইগাররা। সেই অভিজ্ঞতাই আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে।

আগের ম্যাচে বোলিংয়ে প্রশংসিত হওয়া তানজিম আবুধাবির উইকেট উপভোগ করার কথাও জানান। তার ভাষায়, “দারুণ পিচ। এখানে বোলিং উপভোগ করেছি, আশা করি সামনেও করব।”

এছাড়া নিজের প্রিয় বোলার হিসেবে ডেল স্টেইনের নাম উল্লেখ করে তরুণ এই পেসার বলেন, “অ্যাগ্রেশনটা আমার ন্যাচারাল, ছোটবেলা থেকেই ডেল স্টেইনের খেলা দেখি।”

বিজ্ঞাপন

দলের বাড়তি স্পিন অপশন শামীম হোসেন পাটোয়ারীকে আগের ম্যাচে ব্যবহার করা হয়নি। তবে প্রয়োজনে তাকে কাজে লাগানো হবে বলে জানান সাকিব।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD