Logo

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫, ২১:২৭
48Shares
বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা
ছবি: সংগৃহীত

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। এতে গেল দুই দিন হোটেলেই অবরুদ্ধ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখান থেকে বেলা সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন তারা। একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও।

গত ৮ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে নেপালে বিক্ষোভ শুরু হয়। তরুণ প্রজন্মের অংশগ্রহণে শুরু হওয়া আন্দোলন দ্রুত সহিংস রূপ নিলে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও পরিস্থিতি শান্ত হয়নি। বিভিন্ন এলাকায় লাগাতার বিক্ষোভ ও অগ্নিসংযোগ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে সেদিন দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত ত্রিভুবন বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও আন্দোলনে উত্তাল হয়ে ওঠায় দ্বিতীয় ম্যাচের অনুশীলন বাতিল হয়ে যায়। পরদিনের ম্যাচও বাতিল ঘোষণা করা হয়।

জামালদের অবস্থান করা টিম হোটেলের পাশেও এ সময় জ্বালাও-পোড়াও চলছিল। ফলে গেল দুই দিন হোটেলেই বন্দী ছিলেন ফুটবলাররা। তবে অনিশ্চয়তার মাঝেও ফিটনেস ধরে রাখতে বুধবার হোটেলেই ঘাম ঝরিয়েছেন তারা।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD