আগামীকাল এশিয়া কাপের বিমান ধরবে বাংলাদেশ দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৮ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

আর মাত্র দিন তিনেক পরই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠতে যাচ্ছে। যেখানে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরাও লড়াই করতে যাচ্ছেন। আসন্ন এশিয়া কাপের উদ্দেশে আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
সবমিলিয়ে ২৯ সদস্যের দল দুটি ভাগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাবে। প্রথমে সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়বেন ১৩ জন ক্রিকেটার। এরপর বাকি ১৬ জন সদস্য সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রওনা হবেন আমিরাতের উদ্দেশে।
আরও পড়ুন: বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো বড় দল। তার আগে নিজেদের সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইগাররা বেশ ভালো আত্মবিশ্বাস সঞ্চার করেছে।
আসন্ন এশিয়া কাপ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে দুবাইতে।
এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি দল বেশি। গ্রুপ ‘এ’ তে খেলবে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’ তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।
এমএল/