বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬:২২ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী পরিচালনা পর্ষদ নির্বাচন সামনে রেখে শনিবার (৬ সেপ্টেম্বর) তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি।


সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধান ও বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য এই কমিশন দায়িত্ব পালন করবে।


আরও পড়ুন: ভারতে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল পাকিস্তান


কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। তার সঙ্গে কমিশনার হিসেবে থাকছেন অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মো. সিবগাত উল্লাহ (বিপিএম, পিপিএম) এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।


এদিকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একইসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবারের মতো ক্রিকেট প্রশাসনে যুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।


এএস