বাংলাদেশ-নেপালের মুখোমুখি ফুটবল লড়াই দেখা যাবে সন্ধ্যায়


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:২১ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


বাংলাদেশ-নেপালের মুখোমুখি ফুটবল লড়াই দেখা যাবে সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে আজ প্রীতি ম্যাচে মাঠে নামছে। 


শনিবার (০৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের খেলাভিত্তিক একমাত্র টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।


যদিও এটি প্রীতি ম্যাচ, তবুও কোচ হাভিয়ের কাবরেরার কাছে এটি আসন্ন হংকং ম্যাচের বড় প্রস্তুতি এবং একই সঙ্গে তিন বছর আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। ২০২২ সালের সেপ্টেম্বরে একই মাঠে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই স্মৃতি টেনে কাবরেরা বলেন, “বাংলাদেশের জন্য এখানে খেলা সবসময় কঠিন। তবে এবার আমরা আরও ভালো করার আশা করছি।”


আরও পড়ুন: আরও তিন দল নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপ


তবে বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ হচ্ছে, চোটের কারণে দলে নেই মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় হামজা চৌধুরী। তার অনুপস্থিতিতে সমর্থকরা হতাশ হলেও নেপাল কোচ ম্যাট রস আত্মবিশ্বাসী, “বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই নামবে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে।”


শেষ ১০ মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচে। ফিফা র‍্যাঙ্কিংয়েও এগিয়ে স্বাগতিক নেপাল (১৭৬), বাংলাদেশ রয়েছে ১৮৪তম স্থানে। স্টেডিয়ামটি ফিফা ও এএফসি অনুমোদনের উপযুক্ত না হলেও প্রীতি ম্যাচের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে মাঠের পিচ দেখে খুশি নন বাংলাদেশ কোচ।


আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ


এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়া আজ খেলবেন কি না, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাঠে নামলে তিনি দলের বড় ভরসা হয়ে উঠবেন। বাংলাদেশের সমর্থকদের জন্য আজকের ম্যাচটি তাই একদিকে প্রতিশোধের সুযোগ। অন্যদিকে হংকংয়ের বিপক্ষে লড়াইয়ের আগে বড় পরীক্ষার মঞ্চ।


এমএল/