সাকিবের ফেরা ও জাতীয় দলে খেলা নিয়ে মুখ খুললেন তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন ভিন্ন ভিন্ন কারণে। একসময় মাঠের ভেতরে-বাইরে তাদের বন্ধুত্ব নিয়ে সমালোচনা হলেও বর্তমানে তাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন।
রাজনৈতিক জটিলতার কারণে এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব। অন্যদিকে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ
সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে তামিম বলেন, “সে একজন সক্রিয় ক্রিকেটার। যদি ফিট থাকে, অনুশীলনে নিয়মিত হয় এবং নির্বাচকরা উপযুক্ত মনে করেন, অবশ্যই তাকে দলে রাখা হবে। তবে দেশে ফেরানো আমার হাতে নেই, কারণ বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত।”
তিনি আরও যোগ করেন, “দেশের পরিস্থিতি আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা রয়েছে। যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলনে অংশ নেয়, তাহলে তার জন্য দরজা খোলা। সে বাংলাদেশের ক্রিকেটার, কোনো বিদেশি নয়।”
আরও পড়ুন: এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, অনলাইনে যেভাবে পাবেন
তামিম স্পষ্ট করে জানান, জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে দেশে ফিরেই অনুশীলন শুরু করতে হবে। কোর্টের মামলা বিসিবির হাতে নয়, তাই সিদ্ধান্ত নিতে হবে সাকিবকেই।
তামিমের মন্তব্যে পরিষ্কার, সাকিবের জাতীয় দলে ফেরা নির্ভর করছে তার ফিটনেস, আইনি জটিলতা এবং নির্বাচকদের সিদ্ধান্তের ওপর।
এএস