এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, অনলাইনে যেভাবে পাবেন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৪৭ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, অনলাইনে যেভাবে পাবেন
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ ক্রিকেট। আট দলের এই আসরে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও বাংলাদেশ।


টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে সবচেয়ে আলোচনায় রয়েছে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচ। সাম্প্রতিক পেহেলগাম ঘটনার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম মুখোমুখি লড়াইকে ঘিরে ভক্তদের মাঝে আগ্রহ তুঙ্গে।


আরও পড়ুন: আর্জেন্টিনাসহ ৬ দেশকে জরিমানা করল ফিফা


এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে। অনলাইনে টিকিট কেনা যাবে এসিসির টিকিটিং পার্টনার প্লাটিনাম লিস্ট পোর্টাল (platinumlist.net) থেকে। এছাড়া শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট কেনার সুযোগ থাকবে।


টিকিট প্যাকেজ ও মূল্য:

প্যাকেজ ১: গ্রুপ ‘এ’-এর সব ম্যাচ, সর্বনিম্ন মূল্য ৪৭৫ দিরহাম (প্রায় ১৫,৭০০ টাকা)।

প্যাকেজ ২: সুপার ফোর পর্বের সব ম্যাচ, সর্বনিম্ন মূল্য ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।

প্যাকেজ ৩: ২৫ ও ২৬ সেপ্টেম্বরের দুটি সুপার ফোর ম্যাচ এবং ২৮ সেপ্টেম্বরের ফাইনাল, সর্বনিম্ন মূল্য ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।


এএস