Logo

আর্জেন্টিনাসহ ৬ দেশকে জরিমানা করল ফিফা

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ২২:১৫
72Shares
আর্জেন্টিনাসহ ৬ দেশকে জরিমানা করল ফিফা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে আবারও বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ প্রমাণিত হলো। এই ঘটনায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ আরও পাঁচ দেশকে শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফুটবলে আবারও বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ প্রমাণিত হলো। এই ঘটনায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ আরও পাঁচ দেশকে শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জরিমানা গুনতে হবে আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনাকে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে এসব ঘটনা ঘটে। যদিও বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেনি সংস্থাটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশভিত্তিক জরিমানার তালিকা:

আলবেনিয়া: ৭ জুন সার্বিয়ার বিপক্ষে জাতীয় সংগীত চলাকালে গোলযোগের ঘটনায় সর্বোচ্চ ২ লাখ ডলার জরিমানা।

বিজ্ঞাপন

আর্জেন্টিনা: ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বৈষম্যমূলক আচরণের জন্য ১ লাখ ৪৯ হাজার ডলার জরিমানা। এছাড়া এনজো ফার্নান্দেজ লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এবং আলাদাভাবে ৬,২০০ ডলার জরিমানা দিতে হবে।

চিলি: ৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে একই কারণে ১ লাখ ৪৩ হাজার ডলার জরিমানা।

কলম্বিয়া: ৬ জুন পেরুর বিপক্ষে খেলায় ৮৭ হাজার ডলার জরিমানা।

বিজ্ঞাপন

সার্বিয়া: ১০ জুন অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচে ৬২ হাজার ডলার জরিমানা।

বসনিয়া-হার্জেগোভিনা: সান মেরিনোর বিপক্ষে ম্যাচে ২৬ হাজার ডলার জরিমানা।

বিজ্ঞাপন

আলবেনিয়া ও সার্বিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ফুটবলেও প্রভাব ফেলছে। ২০১৪ সালের ইউরো বাছাইপর্বে ড্রোনের মাধ্যমে মাঠে ‘গ্রেটার আলবেনিয়া’ পতাকা নামানোর ঘটনায় তাদের ম্যাচ বাতিল হয়েছিল, যা সহিংসতায় রূপ নেয়।

বিজ্ঞাপন

ফিফা জানিয়েছে, ছয় অঙ্কের এই জরিমানা বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানকে স্পষ্ট করে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সদস্য দেশগুলোকে বিশেষ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি ফিফা ক্লাব বিশ্বকাপেও বর্ণবাদের অভিযোগ ওঠে। রিয়াল মাদ্রিদের জার্মান তারকা অ্যান্তোনিও রুডিগার মেক্সিকান ক্লাব পাচুকার খেলোয়াড় গুস্তাভো ক্যাব্রালের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় ফিফা অভিযোগ খারিজ করে দেয়।

বিজ্ঞাপন

বিশ্ব ফুটবলে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে বলে আশা করছে ফিফা।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD