সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস গড়লেন নতুন কীর্তি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে তিনি ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে।
বুধবার (৩ সেপ্টেম্বর) লিটনের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৬ বলেই আসে তার অর্ধশতক। ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।
আরও পড়ুন: ভারত সিরিজ বাতিল, আর্থিক ক্ষতির মুখে বিসিবি
এটি লিটনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি। এতদিন বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক ১৩টি ফিফটির মালিক ছিলেন সাকিব আল হাসান। এবার সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠে গেলেন লিটন।
পরিসংখ্যান বলছে, সাকিবের ১৩ ফিফটি এসেছে ১২৯ ম্যাচে, আর লিটন মাত্র ১১০ ম্যাচেই রেকর্ড স্পর্শ করে তা ভেঙেছেন। এশিয়া কাপের আগে তার এই ফর্ম বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন সমর্থকরা।
এএস