ফিফা বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:০৯ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন ফিফা বিশ্বকাপ। আসর শুরুর এক বছরেরও কম সময় বাকি থাকতে এবার টিকিটের দাম ঘোষণা করেছে আয়োজক সংস্থা ফিফা।
প্রথমবারের মতো দর্শক চাহিদার ভিত্তিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হবে। গ্রুপপর্বের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৬০ ডলার (প্রায় ৭ হাজার ২০০ টাকা)। অন্যদিকে ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য হতে পারে ৬ হাজার ৭৩০ ডলার (প্রায় ৮ লাখ ৭ হাজার টাকা)।
আরও পড়ুন: এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, অনলাইনে যেভাবে পাবেন
ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি জানান, যারা হোস্ট শহরে অবস্থান করছেন বা আগে থেকেই জানেন তাদের দল কোথায় খেলবে, তাদের দ্রুত টিকিট নিশ্চিত করে নেওয়া উচিত। কারণ দাম সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার (প্রায় ৩ হাজার থেকে ৫৭ হাজার টাকা)। ২০২২ কাতার বিশ্বকাপে টিকিটের সীমা ছিল ৬৯ থেকে ১,৬০৭ ডলার (প্রায় ৮ হাজার থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা)। তুলনায় ২০২৬ বিশ্বকাপে খরচ আরও বেড়েছে।
আরও পড়ুন: আর্জেন্টিনাসহ ৬ দেশকে জরিমানা করল ফিফা
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ৪৮ দলের অংশগ্রহণে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি ভেন্যুতে। প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত ভক্তদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর থেকে, আর বিক্রি শুরু হবে ১ অক্টোবর। একজন ভক্ত সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।
অন্যদিকে, ভিআইপি আতিথেয়তা প্যাকেজের টিকিট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালসহ আটটি ম্যাচের ভিআইপি টিকিটের দাম শুরু ৩৫০০ ডলার (প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা) থেকে, যা সর্বোচ্চ ৭৩,২০০ ডলার (প্রায় ৮৮ লাখ টাকা) পর্যন্ত।
আরও পড়ুন: বেরসিক বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি
এখন পর্যন্ত স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ১৩টি দল নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ।
এএস