Logo

ভারতে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৫
50Shares
ভারতে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় খেলোয়াড়রা যোগ দেননি। এবার একই ধারা অনুসরণ করে পাকিস্তানও সরে দাঁড়াল।

বিজ্ঞাপন

চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় খেলোয়াড়রা যোগ দেননি। এবার একই ধারা অনুসরণ করে পাকিস্তানও সরে দাঁড়াল।

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের গুয়াহাটিতে যেতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তানের নারী ক্রিকেট দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে দুই আয়োজক দেশ মুখোমুখি হবে। তবে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান দল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থেকে শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ খেলবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও জিও সুপার জানিয়েছে, দুই দেশের মধ্যে একটি সমঝোতা রয়েছে, যেখানে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে আইসিসি টুর্নামেন্টে অংশ নেবে না। রাজনৈতিক টানাপোড়েনের কারণেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। ২৯ অক্টোবর সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনালও হবে একই ভেন্যুতে। পাকিস্তানের প্রথম ম্যাচ ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে এবং ৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD