চার বছর পর কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপালের গোলশূন্য ড্র


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:৫৩ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


চার বছর পর কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপালের গোলশূন্য ড্র
ছবি: সংগৃহীত

চার বছর পর নেপালের মাটিতে ড্র করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার (৬ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আয়োজিত ফিফা প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ার দল।


আশি-নব্বইয়ের দশকে নেপালের বিপক্ষে একের পর এক বড় জয় পেলেও সাম্প্রতিক সময়ে আর সাফল্য পাচ্ছে না লাল-সবুজরা। সর্বশেষ ২০২২ সালে নেপালের মুখোমুখি হয়ে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য গোলশূন্য ড্র করে কিছুটা স্বস্তি পেয়েছে সমর্থকরা।


আরও পড়ুন: ব্রাজিলকে নেইমারই বিশ্বকাপ জেতাবেন, বিশ্বাস করেন তিনি


আগামী অক্টোবরের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে আয়োজন করা হয়েছে এই সিরিজ। ম্যাচে বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা না খেললেও অভিষেকে নির্ভরযোগ্য ছিলেন সুজন হোসেন। নেপাল আক্রমণ করলেও তেমন স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে পারেনি।


বাংলাদেশ অবশ্য প্রথমার্ধেই সহজ সুযোগ হাতছাড়া করে। ৩৬ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো-ইন ধরতে গিয়ে নেপালের গোলরক্ষক কিরণ ভুল করেন। বল পেয়ে ফাঁকা পোস্টে শট নিতে ব্যর্থ হন বাংলাদেশি ফরোয়ার্ড।


দ্বিতীয়ার্ধে খানিকটা গোছানো ফুটবল খেলে বাংলাদেশ। পাসিং ও বল দখলে পরিকল্পনার ছাপ থাকলেও কাঙ্ক্ষিত গোল পাওয়া যায়নি। অন্যদিকে দুই বছর ঘরোয়া লিগ না খেলেও দেড় মাসের প্রস্তুতিতে নেপাল তুলনামূলক ভালো ফুটবল খেলে। অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসের অধীনে বিল্ড-আপ ফুটবলে মনোযোগ দেয় তারা।


আরও পড়ুন: বাংলাদেশ-নেপালের মুখোমুখি ফুটবল লড়াই দেখা যাবে সন্ধ্যায়


মাঠের অবস্থা নিয়েও ভুগতে হয়েছে দুই দলকে। সামান্য বৃষ্টিতেই দশরথ স্টেডিয়ামের মাঠ ভারী হয়ে পড়ে। এতে খেলোয়াড়রা স্বাভাবিক খেলা উপহার দিতে পারেননি, যদিও বড় কোনো ইনজুরি ঘটেনি।


বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে।


আরএক্স/