প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ, থাকছেন তামিম-রিজানও
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেড চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের কাছে হেরে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়। আগামী মৌসুমের খেলা মাঠে গড়াতে এখনও অনেক সময় বাকি। তবে ইতোমধ্যে দল গোছানোর কাজে নেমে পড়েছে বেশ কয়েকটি দল।
আর পিছিয়ে নেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। আগামী মৌসুমের জন্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলটি। এর মধ্যে আছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি, জাতীয় দলের ক্রিকেটার খালেদ আহমেদ, শামীম পাটোয়ারীরাও প্রাইম ব্যাংকের স্কোয়াডে রয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশের পর এলিট লিস্টে আফগানিস্তানের নাম
এর বাইরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান অধিনায়ক আজিজুল হাকিম তামিম, পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন, অভিষেক দাস অরণ্য, আবু হায়দার রনিও আছেন দলটি। রায়ান রাফসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, ইকবাল হোসেনের মতো ব্যাটারকেও দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক।
এ ছাড়া স্পিনার হিসেবে দলে আছেন আলিস আল ইসলাম, শামীম মিয়া ও আবু হাসিমরা। পেসার মেহেদী হাসানও গায়ে জড়াবেন প্রাইম ব্যাংকের জার্সি। আর তালহা জুবায়ের এবারও প্রাইম ব্যাংকের প্রধান কোচ হিসেবে থাকছেন।
এমএল/