মাঠে খেলা চলাকালে বাবার মৃত্যুর খবর পেলেন ভেল্লালাগে

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে খেলা চলাকালীন বাবার মৃত্যু সংবাদ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোয় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। পরে নিজের সামাজিক মাধ্যমরে এক বার্তায় খবরটি নিশ্চিত করেছেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।
এশিয়া কাপে খেলার জন্য বর্তমানে দুবাইয়ে থাকা ২২ বছর বয়সী এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় তরুণ প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়।
বিজ্ঞাপন
যদিও বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনটা তার ভালো যায়নি। আফগানদের হারিয়ে লঙ্কানরা সুপার ফোর নিশ্চিত করলেও বল হাতে বেশ খরুচে ছিলেন ভেল্লালাগে। তার এক ওভারে মোহাম্মদ নবি পাঁচ ছক্কা হাঁকান।
ভেল্লালাগের বাবার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট পরিবারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মালিঙ্গা লিখেছেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পুরো জাতি তোমার ও তোমার পরিবারের পাশে আছে। তার আত্মা যেন চিরশান্তি লাভ করে।’