Logo

হোয়াইটওয়াশ এড়াতে যেমন হবে একাদশ, বাদ জাকের!

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৫, ১৫:৫৫
10Shares
হোয়াইটওয়াশ এড়াতে যেমন হবে একাদশ, বাদ জাকের!
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্নের শেষ নেই। ম্যাচ শেষে প্রায় প্রতিবারই আলোচনার কেন্দ্রবিন্দু হয় ব্যাটারদের ব্যর্থতা। বোলাররা চেষ্টা করলেও, ব্যাটিং লাইনআপ সেই আশাকে বারবার হতাশায় পরিণত করছে। গত এক বছরে কোনো ব্যাটারই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না—হোক সেটা টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ফরম্যাটে।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতলেও, এবার টি-টোয়েন্টিতে চিত্র সম্পূর্ণ ভিন্ন। মিরপুরের স্পিন-বান্ধব উইকেট ছেড়ে চট্টগ্রামের তুলনামূলক ব্যাটিং-সহায়ক পিচেও ছন্দ খুঁজে পাচ্ছে না লিটন দাসের দল। ফলে দুই ম্যাচ হারিয়ে আগেই সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন তাদের সামনে একটিই লক্ষ্য—হোয়াইটওয়াশ এড়ানো।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

শেষ ম্যাচে ব্যাটিং লাইনআপে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জাকের আলি অনিক ব্যর্থ হওয়ায় তাকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। তার জায়গায় ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। একইভাবে ব্যাট হাতে ব্যর্থ শামীম পাটোয়ারীর পরিবর্তে জায়গা পেতে পারেন নুরুল হাসান সোহান।

পেস আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ মিলতে পারে শরিফুল ইসলামের। তরুণ পারভেজ হোসেন ইমনও একাদশে জায়গা পেতে পারেন, যদি বাদ পড়েন তাওহীদ হৃদয়।

বিজ্ঞাপন

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD