Logo

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১২:১৭
14Shares
হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিলেও ঘরোয়া লিগে নিয়মিত খেলছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সাম্প্রতিক ইনজুরির কারণে কিছুদিন ধরে মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। এবার যোগ হলো নতুন বিপত্তি—ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, চারদিন ধরে জ্বরে ভুগছিলেন রিয়াদ। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD