আল নাসরের হয়ে শত গোলের পরও রোনালদোর আবেগঘন বার্তা

সৌদি ক্লাব আল নাসরের হয়ে শতাধিক গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এখনো তার কপালে শিরোপার দেখা মিলছে না। ২০২৩ সালের জানুয়ারিতে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে অফিসিয়াল ১৩টি টুর্নামেন্টে অংশ নিলেও এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি এই পর্তুগিজ তারকা।
বিজ্ঞাপন
সর্বশেষ (২৮ অক্টোবর) সৌদি কিংস কাপের শেষ ষোলোয় আল ইত্তিহাদের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আল নাসর। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রোনালদোরা। আল ইত্তিহাদের হয়ে গোল করেন করিম বেনজেমা ও হুসেম আওয়ার; আল নাসরের পক্ষে একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।
টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও রোনালদো লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। ম্যাচের পর ইনস্টাগ্রামে সতীর্থদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমরা মাথা উঁচু করে দাঁড়াই, শিখি, এবং একসাথে সামনে এগিয়ে যাই।’
বিজ্ঞাপন
রোনালদোর এই বার্তায় ফুটে উঠেছে পরাজয়ের পরও তার দৃঢ়তা ও দলগত ঐক্যের বার্তা।
৪০ বছর বয়সেও আগুনে ফর্মে আছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ছয় ম্যাচে ছয় গোল করেছেন তিনি। তবে সৌদি আরবে আসার পর এখন পর্যন্ত ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি। কেবল আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপই তার একমাত্র ট্রফি, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।
সম্প্রতি পর্তুগাল ফুটবল গ্লোব অ্যাওয়ার্ডসে ‘প্রেস্টিজ অ্যাওয়ার্ড’ নিতে গিয়ে রোনালদো নিজের উচ্চাকাঙ্ক্ষার কথা বলেন, আমি আরও কয়েক বছর খেলতে চাই খুব বেশি নয়। আমি জানি, আর বেশি বছর নেই, তাই যা আছে তা উপভোগ করছি। আমি এখনো ভালো খেলছি, ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি, তাহলে কেন থামব?
বিজ্ঞাপন
মৌসুমের প্রথম প্রতিযোগিতা থেকে বাদ পড়লেও রোনালদো ও আল নাসরের সামনে এখনো দুটি বড় সুযোগ বাকি—সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২। ফুটবলবিশ্বের নজর এখন এই কিংবদন্তির পরবর্তী চ্যালেঞ্জের দিকেই।








