Logo

বেলিংহ্যামের পোস্টে খোঁচা ইয়ামালকে, উত্তপ্ত প্রতিক্রিয়া ডি ইয়ংয়ের!

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৫, ১৫:৫৫
3Shares
বেলিংহ্যামের পোস্টে খোঁচা ইয়ামালকে, উত্তপ্ত প্রতিক্রিয়া ডি ইয়ংয়ের!
ছবি: সংগৃহীত

এল ক্লাসিকোর উত্তাপ এখনো ঠাণ্ডা হয়নি। মাঠে উত্তেজনা, রেফারির বাঁশির পরও বাদানুবাদ—সব মিলিয়ে রবিবারের বার্সা–রিয়াল লড়াই যেন নাটকীয়তায় ভরা এক সিনেমা। রিয়াল মাদ্রিদ জিতেছে ২–১ গোলে, কিন্তু ম্যাচের পর আলোচনায় সবচেয়ে বেশি যে নাম—সে লামিনে ইয়ামাল।

বিজ্ঞাপন

১৮ বছর বয়সী বার্সা তারকার সঙ্গে মাঠে একাধিকবার ধাক্কাধাক্কিতে জড়ান কারভাহাল ও ভিনিসিয়ুস। খেলা শেষে হাত মেলাতে গিয়ে ফের ঝামেলা। এমনকি হতাশায় মাঠ ছাড়ার সময়ও থামেননি ইয়ামাল, ভিনির সঙ্গে ফের বাকবিতণ্ডা।

সেখানেই শেষ নয়—মাঠের লড়াই শেষ হলেও, শুরু হয় সোশ্যাল মিডিয়ার ‘দ্বিতীয় রাউন্ড’। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম ইনস্টাগ্রামে পোস্ট দেন উদযাপনের ছবি দিয়ে। ক্যাপশনে লেখেন, “বলার চেয়ে মাঠেই জবাব দেওয়া ভালো। হালা মাদ্রিদ!”

বিজ্ঞাপন

ইয়ামালের নাম সরাসরি না বললেও, সবাই বুঝে গেছে খোঁচাটা কাকে উদ্দেশ্য করে।

ম্যাচের আগে ইয়ামালের এক মন্তব্যই যেন রিয়ালের আগুনে ঘি ঢালে। তিনি বলেছিলেন—“ওরা সব সময়ই অভিযোগ আর চুরির গল্প করে।” সেই কথার জবাব মাঠেই দিয়েছেন কারভাহাল-বেলিংহ্যামরা।

ঘটনার পর বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন, “শেষ বাঁশির পর রিয়ালের খেলোয়াড়রা লামিনের দিকে তেড়ে যায়, এটি বাড়াবাড়ি আচরণ। কারভাহাল যদি কথা বলতে চাইত, সেটা আলাদা করে বলা যেত—মাঠে এমন ভঙ্গি দরকার ছিল না।”

বিজ্ঞাপন

যোগ করা সময়ের দশম মিনিটে পেদ্রির ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখেই ঝড় ওঠে মাঠে। এরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলি, উত্তেজনা—সব মিলিয়ে মুহূর্তেই ক্লাসিকো রূপ নেয় বিশৃঙ্খলায়।

যদিও ইয়ামালের দিনটা ভালো যায়নি, তবুও সাম্প্রতিক সময়ে তিনি বার্সার অন্যতম ভরসা। ইনজুরি থেকে ফিরেই আবারও ধারায় ফিরছেন এই কিশোর প্রতিভা। গত মৌসুমে কাতালানদের ঘরোয়া ট্রেবল জয়ে ছিল তার বড় অবদান, পেয়েছিলেন ব্যালন ডি’অর মনোনয়নও।

বিজ্ঞাপন

তবে এবারও তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে সেরা তরুণ খেলোয়াড় (কোপা ট্রফি) পুরস্কারেই।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD