Logo

কঠিন সময়ই আমাকে ভালো খেলোয়াড় বানায়: কোহলি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৫, ১৮:৫১
7Shares
কঠিন সময়ই আমাকে ভালো খেলোয়াড় বানায়: কোহলি
ছবি: সংগৃহীত

দুই ম্যাচে পরপর শূন্য রানে আউট হওয়ার পর চাপটা ছিল প্রচণ্ড। কিন্তু সেই চাপই যেন বিরাট কোহলির জ্বালানি। শনিবার সিডনিতে আবারও প্রমাণ করলেন— তিনি এখনও ভারতের নির্ভরতার নাম।

বিজ্ঞাপন

রোহিত শর্মার সঙ্গে ১৬৮ রানের দুর্দান্ত জুটি গড়ে ৮১ বলে খেললেন ৭৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে জেতালেন এই সাবেক অধিনায়ক। ম্যাচ শেষে কোহলি বললেন, “ক্রিকেট প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখায়। আমি প্রায় ৩৭ হতে চলেছি, তবুও রান তাড়া করার সময়ই আমার ভেতর থেকে সেরাটা বেরিয়ে আসে। কঠিন সময়ই আমাকে আরও দৃঢ় করে তোলে।”

এর আগে পার্থ ও অ্যাডিলেডে শূন্য রানে ফেরায় সমালোচনার ঝড় উঠেছিল। অনেকে প্রশ্ন তুলেছিলেন— ২০২৭ বিশ্বকাপের আগে কোহলি কি ফুরিয়ে যাচ্ছেন? কিন্তু সিডনির ইনিংসই যেন সব প্রশ্নের জবাব দিল।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার দর্শকদের ভালোবাসা নিয়েও আবেগ প্রকাশ করেন কোহলি, “আমরা এই দেশটা ভালোবাসি। এখানেই ক্যারিয়ারের সেরা ক্রিকেট খেলেছি। দর্শকদের ভালোবাসা ভুলব না কখনও।”

রোহিত-কোহলি জুটি নিয়েও বললেন, “২০১৩ সালে এই অস্ট্রেলিয়াতেই আমাদের জুটি শুরু। আমরা জানি, যদি একসঙ্গে ২০ ওভার খেলতে পারি, তাহলে ম্যাচ আমাদের দিকেই চলে যায়। প্রতিপক্ষও সেটা বোঝে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD