ইতিহাদে ১০ জনের ব্রাজিলের কাছে হারলো ইংল্যান্ড

চলতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর দুর্দান্ত ফর্মে ছিল ইংল্যান্ডের মেয়েরা। তবে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে থেমে গেল তাদের জয়রথ। ১০ জন নিয়েই দাপুটে ফুটবল খেলে ইংলিশ মেয়েদের ২-১ গোলে হারিয়েছে সেলেসাও মেয়েরা।
বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। মাত্র ২০ মিনিটের মধ্যেই বিয়া জানেরাত্তো ও দুদিনহা দুটি গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জর্জিয়া স্টানওয়ে এক গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড।
ম্যাচের ২১ মিনিটেই লাল কার্ড দেখে ব্রাজিল অধিনায়ক অ্যাঞ্জেলিনা। ব্রাজিলকে ম্যাচের বড় একটি অংশজুড়েই ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে। এই অবস্থায় লিড ধরে রেখে ম্যাচ শেষ করার মতো বীরত্ব দেখিয়েছে সেলেসাও মেয়েরা।
বিজ্ঞাপন

ম্যাচটি নিয়ে ইংল্যান্ডে বেশ উন্মাদনা ছিল। সরাসরি এই লড়াই উপভোগ করতে ইতিহাদে হাজির হয়েছিলেন ৩৭ হাজার ৪৬০ জন ফুটবলভক্ত। যদিও ম্যাচশেষে স্বাগতিকদের হতাশাজনক হারের অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়েছে।
এই জয়ে টানা দুটি প্রীতি ম্যাচে জয় পেল ব্রাজিলের মেয়েরা। আগামী মঙ্গলবার তারা খেলবে ইতালির বিপক্ষে, অন্যদিকে ইংল্যান্ডের মেয়েরা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার সঙ্গে।








